logo
news image

ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষিকার মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাটোরের লালপুরে হোসনেয়ারা খাতুন হীরা (৪০) নামে এক নারী শিক্ষিক মারা গেছেন।
শনিবার (২১ অক্টোবর ২০২৩) ভোর ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নারী উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের আট্টিকা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। উপজেলার উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা এবং লালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. হযরত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের স্বামী মোজাম্মেল হক জানান, তাঁর স্ত্রী হোসনেয়ারা খাতুন হীরা সপ্তাহ খানেক আগে জ্বরে আক্রান্ত হন। চারদিন আগে জ্বর নিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্যারাসিটামল সেবনের পরামর্শ দেন। নিয়মিত প্যারাসিটামল সেবনের পরেও কোনো উন্নতি না হওয়ায় শুক্রবার (২০ অক্টোবর) আবারও লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তার ডেঙ্গু শনাক্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যা ৭টার দিকে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করলে সেখানে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ অক্টোবর) ভোর ৩টার দিকে তিনি মারা যান। বেলা সাড়ে ১১টার দিকে আট্টিকা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে জানাজা নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হেসেন বলেন, হোসনেয়ারা খাতুন হীরা বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। তাঁর স্বামী মোজাম্মেল হক একই বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তাঁদের সন্তান মলি খাতুন রাজশাহী নিউ গভ. কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও ছেলে হিমেল আহমেদ পঞ্চম শ্রেণির ছাত্র।

সাম্প্রতিক মন্তব্য

Top