logo
news image

লালপুরে ৬ জনের করোনা পজিটিভ

লালপুর নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে উপজেলায় একদিনে ১৩ জনের পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ৪৩ জনের পরীক্ষায় মোট ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি ২০২২) লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, লালপুরে করোনা ভাইরাসের সংক্রমণ আস্তে আস্তে বৃদ্বি পাচ্ছে। প্রতিদিন প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হচ্ছে। এ পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ২৪২ জন করোনা টিকার রেজিস্টেশন করেছেন। প্রথম ডোজ ১ লাখ ৪৬ হাজার ৬০ জন ও দ্বিতীয় ডোজ ১ লাখ ৯ হাজার ৫৬১ জন টিকা নিয়েছেন। বুস্টার ডোজ ৫৩৬ জনকে দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীসহ অন্যান্যদের টিকা প্রদান অব্যহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানা বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। স্বাস্থ্যসচেতনতা বাড়াতে প্রচারণা ও মাস্ক বিতরন করা হচ্ছে।

সাম্প্রতিক মন্তব্য

Top