লালপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন
নিজস্ব প্রতিবদেক, লালপুর (নাটোর)। ।
শুক্রবার (১৫ মার্চ ) লালপুর উপজেলা প্রশাসন ও ক্যাব লালপুর উপজেলা শাখার আয়োজনে “নিরাপদ মানসম্মত পণ্য” পতিপাদ্য নিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি'র সভাপতিত্বে র্যালী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার সা'দ আহম্মেদ শিবলী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা কৃষি অফিসার, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ক্যাব লালপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রেজা, ব্যবসায়ী ইয়াসির আরাফাত, সাপ্তাহিক পদ্মপ্রবাহ পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য বদিউর রহমান, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, প্রধান সম্পাদক এ কে আজাদ সেন্টু, সাপ্তাহিক লালপুর বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হানসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে ভোক্তা অধিকার এর উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীদের মাঝে নগট টাকা, ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেওয়া হয়।
সাম্প্রতিক মন্তব্য