logo
news image

লালপুর রোগী কল্যাণ সমিতির সভা

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর রোগী কল্যাণ সমিতির সভা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২০) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় গরীব ও দু:স্থ রোগীদের সর্বাধিক সেবা-অর্থিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও লালপুর রোগী কল্যাণ সমিতির সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা: লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহ-সভাপতি: আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুর রাজ্জাক, সদস্য সচিব: উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য: লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্য মো. মনোয়ার হোসেন মনি, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক পলাশ, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মাজদার রহমান।
সভায় হাসপাতালে ভর্তিকৃত চিকিৎসাধীন দু:স্থ রোগীর সহায়তায় সর্বাধিক দুই হাজার টাকা সহয়তা প্রদান, সদস্য সংগ্রহ, অনুদান সংগ্রহ করার সিদ্ধান্ত হয়। সমিতির সাধারণ সদস্য ভর্তি ফি এক’শ টাকা ও মাসিক চাঁদা ১০ টাকা, আজীবন সদস্য ফি দুই হাজার টাকা এবং দাতা সদস্য ফি এক হাজার টাকা।

সাম্প্রতিক মন্তব্য

Top