logo
news image

হাসপাতালেই নেই স্বাস্থ্যবিধি

ইমাম হাসান মুক্তি, প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা ও টিকা প্রদানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনে চলছে টিকাদান কর্মসূচি। সংক্রমণ-মৃত্যুতে বেড়েছে পরীক্ষা ও টিকা নিতে আগ্রহ বেড়েছে।
রোববার (১ আগস্ট ২০২১) সরেজমিন দেখা যায়, হাসপাতালে একদিকে টিকা গ্রহণ অপর দিকে করোনা পরীক্ষার নমুনা প্রদানে উপচে পড়া ভিড়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, টিকা নিতে এ পর্যন্ত লালপুরে নিবন্ধন করেছেন ১৪ হাজার ৮১৪ জন। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫ হাজার ৮০৭ জন। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন মাত্র ৭ জন। দ্বিতীয় ডোজ টিকার জন্য অপেক্ষায় আছেন প্রায় ৫ হাজার ৮১৪ জন।
রোববার (১ আগস্ট ২০২১) বেলা ১১.৫৫ টায় ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ টিকা নিতে আগ্রহীদের আলাদা বুথ করা হয়েছে। টিকা গ্রহীতাদের আগে কার্ড নিয়ে ডাটা এন্ট্রি করতে হচ্ছে। প্রতিটি স্থানে দীর্ঘ লাইন ছাড়াও প্রচণ্ড ভিড়। অনেকে রেজিস্ট্রেশন করেই টিকাকেন্দ্রে এসেছেন। তাদেরকে এসএমএস আসার পাওয়ার পর আসতে বলা হচ্ছে। অনেকে সকাল আটটার আগ থেকে এসে অপেক্ষা করছেন।
টিকা নিতে আসা সুরাইয়া খাতুন (৬৪) বলেন, সামান্য জায়গার ভেতরে গাদাগাদি করে টিকা নিচ্ছেন। নানা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। জায়গা, বুথ ও স্বাস্থ্যকর্মী সবকিছুতে বিশৃঙ্খল অবস্থা।
অপর দিকে হাসপাতালে এ পর্যন্ত (১ আগস্ট ২০২১) ৪ হাজার ৪৭৩ জন করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ৭০১ জনের  করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতালের বাইরে আলাদা শেডে করোনা নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেখানেও একই অবস্থা বিরাজ করছে। রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিষ্ট সেবাগ্রহণকারীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সাহাব উদ্দীন বলেন, টিকা নিতে এসে সামাজিক দূরত্ব না মানায় সংক্রণের ঝুঁকি রয়েছে। টিকা নিতে আগ্রহীর সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে এমন কী ওয়ার্ড পর্যায়ে টিকা প্রদান বুথ করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে সমস্যা থাকবে না।
লালপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ফজলুর রহমান বলেন, যেকোন বিশৃংখলা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, জনবল সংকটের কারণে বুথ স্বল্পতায় সংক্রমণ ঝুকি বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top