logo
news image

বাগাতিপাড়ায় করোনার টিকা নিলেন দুই সহোদর এমপি ও চেয়ারম্যান

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি।।
কোভিড-১৯ প্রতিরোধে করোনা ভাইরাসের টিকা গ্রহন করলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং তাঁরই সহোদর বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
দেশে করোনার টিকা দান কর্মসূচীর ১৯তম দিনে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি ২০২১) দুপুর দেড়টায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা এ টিকা গ্রহন করেন। এ সময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ফরিদুজ্জামানসহ অন্যান্য চিকিৎসক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সকলকে এ টিকা গ্রহনের আহ্বান জানিয়ে বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশ এখনও টিকার মুখ দেখেনি। অথচ বাংলাদেশের মানুষ টিকা নিচ্ছে এবং টিকা গ্রহনের পর তারা ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতের দায়িত্ব নিয়েছেন। এ কারনেই সকলেই করোনা ভ্যকসিন গ্রহন করে দেশ থেকে করোনা নির্মূলে সহায়তা করুন’। পরে সাংসদ নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণ করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন সাংসদ বকুল।

সাম্প্রতিক মন্তব্য

Top