logo
news image

ডেঙ্গুত কেড়ে নিল ইসরা তাসকিন অস্মিতার প্রাণ

নিজস্ব প্রতিবেদক।।
ডেঙ্গুতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সে মারা যায়।
ওই ছাত্রীর নাম ইসরা তাসকিন অস্মিতা (১৩)। ইসরা তাসকিন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রথম ব্যাচের ছাত্র আমানাত মাওলা তপুর বড় মেয়ে।
ইসরা তাসকিনের বাবা আমানাত মাওলা বলেন, সম্প্রতি ইসরা তাসকিনসহ তাঁর পরিবারের চার সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। সবাইকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইসরা তাসকিনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
বুধবার সিলেটের শাহজালাল (র.) দরগায় বাদ এশা জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।
অস্মিতা অকাল মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। টিপুকে সান্তনা দেওয়ার ভাষা আমাদের কারো জানা নাই। মহান আল্লাহ তার পরিবারকে এই মুহুর্তে অসীম ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। মহান দয়ালু আল্লাহর কাছে এই আর্জি তিনি যেন অস্মিতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।  
এদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা আবার বেড়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৮২০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৩৪৫, ঢাকার বাইরে ৪৭৫ জন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয় ৭৮৩ জন। সরকারিভাবে ৫৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি।
সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯৫ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে বুধবার দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ০৪ সেপ্টেম্বর পর্যন্ত ৭৩ হাজার ৫৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৬৯ হাজার ৭৮৫ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে জেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৫৮৮ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৯৮৯ জন। অন্যান্য বিভাগে এ সংখ্যা ১ হাজার ৫৯৯ জন।

সাম্প্রতিক মন্তব্য

Top