logo
news image

লালপুরে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম সভা

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
২০২২সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা রোববার (২৪ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মজিবুল হক সবুজের সঞ্চালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।  কর্মশালায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।  কর্মসূচি সম্পর্কে স্লাইডের মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন এমডিভি সুপারভাইজার (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা নাদিম মাহমুদ।  
দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় এ উপজেলায় তিন ধাপে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত প্রথম ধাপে লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ টিকাদান কার্যক্রম শুরু হবে। অবহিতকরণ সভায় বক্তারা এ কর্মসূচী সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top