logo
news image

বড়াইগ্রামে টিকা নেওয়ার ১০দিন পর চিকিৎষকের করোনা সনাক্ত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামে টিকা নেওয়ার সাত দিন পর শারমিন জাহান নামের এক চিকিৎষকের করোনা সনাক্ত হয়েছে। গত ১৩ তারিখে প্রজিটিভ রিপোর্ট জানানো হয়। ঐ চিকিৎষক বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার। বর্তমানে তিনি বাড়িতে আইসলিউশনে আছেন।
হাসপাতালে সুত্রে জানাযায়, গত ২৮শে ফেব্রæয়ারি চিকিৎষক শারমিন জাহান করোনা টিকা গ্রহন করেন। ৫ই মার্চ করোনার উপস্বর্গ দেখা দেয় ৭ই মার্চ নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ই মার্চ তার করোনা প্রজেটিভ খবর জানানো হয়। বর্তমানে তিনি বাড়িতে সুস্থ্য আছেন।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, বিশেসজ্ঞদের মতে টিকা দুই ডোজ নেওয়ার পর নিরাপদ। প্রথম ডোজ নিরেও মাস্ক পরতে এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে বলা হয়েছে। সে কারনে হয়ত প্রজেটিভ হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top