স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করতে সভা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ ২০২৩) টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জিরো হোম ডেলিভারী তথা প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক প্রসব সেবা কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, সেবাদানকারী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ সভা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নাটোরের উপপরিচালক মোসা. মাহফুজা খানমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, এমসিএইচ সার্ভিসেসের উপপরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহাব উদ্দিন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুরুজ্জামান শামীম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মো. শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনিসহ বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, ধর্মীর নেতা, সাংবাদিক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, গর্ভবতী মা ও কিশোর-কিশোরী প্রমুখ।
২০৩০ সালের মধ্যে স্বাভাবিক প্রসব কার্যক্রম বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন করেছে সরকার। মাতৃ শিশুমৃত্যুর হার রক্ষা করার জন্য জিরো হোম ডেলিভারি করার পরামর্শ দিয়ে যাচ্ছেন। ঘরে ডেলিভারিতে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। যেকোনো সময় মা ও শিশুর বিপদ আসতে পারে। প্রসব সেবার আগ পর্যন্ত প্রতি মাসে ডাক্তারে সাথে যোগাযোগ করে সঠিক তথ্য নেওয়ার জন্য জানানো হয়।
সাম্প্রতিক মন্তব্য