logo
news image

জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন অবহিতকরণ সভা

 নিজস্ব প্রতিবেদক।।
আগামী  ৪-১৭ অক্টোবর ২০২০ পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন 'এ' ক্যাম্পেইন উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৭ অক্টোবর ২০২০) সকাল সাড়ে ১০ টায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনের হাসপাতাল সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৮ নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, এমপি।
সভায় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন, সরকারি ঔষধ থেকে কৃষক, শ্রমিক, গরীব, দু:খী মানুষ যেন বঞ্চিত না হয়। ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে ভিটামিন 'এ'  ক্যাপসুল খাওয়াতে নিজ নিজ এলাকায় জনসাধারণকে উদ্বুদ্ধ করতে আহবান জানান তিনি।  
সভায় পক্ষকাল ব্যাপী  জাতীয় ভিটামিন 'এ' ক্যাম্পেইন উপজেলা অবহিতকরণ  ও পরিকল্পনার মূল বিষয় উপস্থাপনকালে ডাক্তার আহম্মেদ রিজভী জানান, আগামী ৪-১৭ অক্টোবর  ২০২০ পক্ষকাল ব্যাপী ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সকল শিশুকে  ভিটামিন 'এ'  ক্যাপসুল খাওয়াতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হোসনেয়ারা হোসেন,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার  মো. আব্দুর রাজ্জাক, ডাক্তার সাগর আহম্মেদ, লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) ফজলুর রহমান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু,  উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মুর্শেদ আলম, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) ফাকরুজ্জামান সরকার প্রমুখ। উপস্থাপনায় ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আনোয়ার হোসেন।
এছাড়াও হাসপাতালের ডাক্তার নার্স, কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top