logo
news image

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নাটোর পৌরসভার আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে পৌর মেয়র উমা চৌধুরীর জলির নেতৃত্বে পৌর কাউন্সিলরগন ও পৌর কর্মকচারী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোথে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা পরিস্কার সহ আগাছা পরিস্কার এবং জমে থাকা পানিতে ডেঙ্গু  প্রতিরোধে ঔষধ স্প্রে করা হয়।
অপরিদিকে জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকতা কর্মচারীদের নিয়েও এই অভিযান শুরু করা হয়। এই অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত।
এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করেন সরকারি কর্মকর্তা, ছাত্র-ছাত্রী,স্কাউটস, পৌরসভা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণিপেশার মানুষ।
ডিসি বলেন, আপনারাও এই অভিযানে অংশগ্রহণ করুন এবং নিজ অফিস, স্কুল, কলেজ, বসত বাড়ি পরিস্কার করে নাটোর জেলাকে ডেঙ্গুমুক্ত পরিস্কার-পরিচ্ছন্ন জেলা হিসাবে গড়ে তুলুন।
এছাড়াও জেলার সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসসহ সর্বস্তরের প্রতিষ্ঠানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top