লালপুরে টিকা উৎসব
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে উৎসব মুখর পরিবেশে কোটি মানুষের টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রথম ডোজের টিকা সমাপ্তের আনন্দে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আয়োজন করা হয়। উপজেলা ব্যাপী গণটিকা প্রদান উৎসবে পরিণত হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি ২০২২) উপজেলায় বাদ পড়া ১২ উর্ধ্ব বয়সী ২৪ হাজার নারী-পুরুষকে কোভিড ১৯ করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভাসহ উপজেলায় ৩৫ কেন্দ্রে একযোগে টিকা প্রদান কর্মসূচি চলছে। যতক্ষণ মানুষ আছে, ততক্ষণ বিরতিহীনভাবে টিকা দেওয়া হবে। কেউ টিকা না পাওয়া হবে না। এ পর্যন্ত প্রথম ডোজ ২ লাখ ৭ হাজার, দ্বিতীয় ডোজ ১ লাখ ৭৯ হাজার এবং তৃতীয় ডোজ (বুস্টার) ৮ হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে। শনিবার প্রথম ডোজের সমাপনী দিনে ২৪ হাজার টিকা প্রদান করা হচ্ছে।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, প্রথম ডোজের টিকা সম্পন্ন করার আনন্দে পরিষদের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি বলেন, টিকা উৎসবকে কেন্দ্র করে পৌরসভার পক্ষ থেকে বুস্টার ডোজের টিকা গ্রহীতাদের নাস্তা-পানির ব্যবস্থা করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, সুশৃঙ্খল পরিবেশে টিকা প্রদান কর্মসূচি উদযাপিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, তিনি টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করে উৎসবের আমেজ লক্ষ্য করেছেন। প্রথম ডোজ টিকার সমাপনীতে প্রতিটি ইউনিয়ন পরিষদে আনন্দ উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য পরিষদ কমপ্লেক্সে মঞ্চ, ছামিয়ানা দিয়ে বসার ব্যবস্থা ও সাজসজ্জা করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য