logo
news image

লালপুরে তিনজন ডেঙ্গু রোগী সনাক্ত

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে গত দুই দিনে তিনজন ডেঙ্গু রোগী সনাক্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার জন্য বুধবার (৭ আগস্ট) তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে শরীরে জ্বর সহ বিভিন্ন লক্ষণ দেখা দেওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আক্রান্ত রোগীর প্রয়োজনীয় পরিক্ষা শেষে তাদের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। তারা হলেন, উপজেলার বুধপাড়া গ্রামের প্রভাষক শাহীন ইসলামের ছেলে হামিব (১৬), গোপালপুর গ্রামের জ্যোতিষ চন্দ্র সরকারের ছেলে রাজেশ চন্দ্র সরকার (৩০) ও বোয়ালিয়াপাড়া গ্রামের নূরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না খাতুন (৩৭)।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাজ্জাক জানান, আমরা আক্রান্তদের শরীরে ডেঙ্গুর জীবাণু নিশ্চিত হয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top