logo
news image

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কন্সন্ট্রেটর হস্তান্তর

প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারয়িার আলম প্রদত্ত অক্সজিন কন্সন্ট্রেটর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই ২০২১) অক্সজিন কন্সন্ট্রেটর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তুজা লিলি, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন প্রমুখ।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দীন বলেন, অক্সিজেন কন্সেন্ট্রেটর পাওয়ায় করোনা রোগীদের অনেক উপকার হবে।
জানা যায়, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা, লালপুর, বাগাতিপাড়া, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৪ টি করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রুগীদের জন্য মোট ৪০ টি অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রদান করেন প্রতিমন্ত্রী।
এর মধ্যে ২৫ টি প্রতিমন্ত্রীর নিজস্ব মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগীতায় এবং ১৫ টি তার বন্ধু নাজিম উদ্দিনের জনকল্যাণমুখী পান্ডুগড়-হাসিনা ফাউন্ডেশনের সহযোগীতায় সংগ্রহ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top