logo
news image

বাগাতিপাড়ায় কাল খাওয়ানো হচ্ছে না ভিটামিন এ ক্যাপসুল

মো. মঞ্জুরুল আলম মাসুম. বাগাতিপাড়া

আগামীকাল সারা দেশের ন্যায় বাগাতিপাড়ায় শিশুদের যে ভিটামিনক্যাপসুল খাওয়ানোর কথা ছিল, তা হচ্ছে না বৃহস্পতিবার বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম এই কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছে

জানা গেছে, অনিবার্য কারণবশত আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিনপ্লাস ক্যাম্পেইন সারা দেশেই স্থগিত করা হয়েছে। ক্যাম্পেইনের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে

ভিটামিনদেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়

কারণে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, ভিটামিন’-এর অভাব পূরণে বছরে দুবার সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিনক্যাপসুল খাওয়ানো হয়।আগের ঘোষণা অনুযায়ী শনিবার বাগাতিপাড়া উপজেলায় জাতীয় ভিটামিনপ্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে ১২১ টি কেন্দ্রে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১৭ হাজার ৫৪০ জন শিশুকে ভিটামিনক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। এই কর্মসূাচিতে থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিনক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙেরক্যাপসুল খাওয়ানোর কথা। ভিটামিন’-এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ এবং রক্তশূন্যতাও হতে পারে

সাম্প্রতিক মন্তব্য

Top