logo
news image

দুজন দুজনার

দুজন দুজনার
আব্দুর রশিদ।  ।  
দুজন দুজনার চির বন্ধনে বন্দি হয়েছি আজ।
যেমন বন্দি ছিল গো ভবে শাহজাহান-মমতাজ।
শাহজাহানের ন্যায় কড়ি নাই মোর, কেমনে রচিব তাজ।
প্রিয়ার সমাধি রচিব কেমনে তাইতো এত লাজ।
শুধু দুজনা দুজনার হয়ে গড়িব এক নুতন ইতিহাস।
দুজন দুজনারে ভালবেসে যাব যত দিন রবে শ্বাস।
জীবন সাগর পাড়ি দিতে যদি আমি ধরি ভাঙ্গা হাল।
তুমি কষ্টে বেধ কিন্তু সে তরীর ছেড়া পাল।
দেবদাস তব পারুরে ছাড়ি থাকিতে পারেনি শেষে।
মরার সময় মরিল তাই পারুর বাড়িতে এসে।
তাই দুজন দুজনার হয়ে থাকগো চিরকাল।
যতই না আসুক টর্নেডো তুফান, যতই না হোক হাল।

সাম্প্রতিক মন্তব্য

Top