দেশের কোন মানুষ গৃহহারা থাকবে না-তথ্যমন্ত্রী ইনু
নিজস্ব প্রতিবেদক, মিরপুর (কুষ্টিয়া)। ।
কুষ্টিয়ার মিরপুরে আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়ায় এ কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন। পরে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে তিনি এক মতবিনিময় সভা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। তাই সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কোন মানুষ গৃহহারা থাকবে না। এ জন্য আশ্রয়ন প্রকল্প তৈরি করা হচ্ছে। আশ্রয়ন প্রকল্পের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) ইয়াকুব হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা শাখার সভাপতি মহম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য