লালপুরে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীযরা। গত আগস্ট মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী দুজন ভর্তি হলেও সেপ্টেম্বরে ভর্তি হয়েছেন আরো ৪ জন।
উপজেলায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এমন খবরে বুধবার (১৪ সেপ্টেম্বর ২০২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের খোঁজখবর নেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তাদের আতংকিত না হয়ে তরল খাবার খাওয়ার জন্য পরার্মশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সরকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম শাহাব উদ্দিন প্রমুখ।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুরুজ্জামান শামীম বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জন হাসপাতাল ভর্তি হয়েছেন। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া জেলা প্রশাসক
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের অপেক্ষা কক্ষ ও উপজেলা পরিষদের সৌন্দর্যবর্ধক ফোয়ারা নির্ঝর-এর উদ্বোধন করেন।
সাম্প্রতিক মন্তব্য