বাঘায় বারিন্দ মেডিকেল কলেজের ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক, বাঘা (রাজশাহী)
রাজশাহীর বাঘায় সকল প্রকার রোগের ফ্রি-চিকিৎসা দিয়েছে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী বাঘা উচ্চ বিদ্যালয় চত্বরে তারা এ সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের (ব্যবস্থাপনা পরিচালক ) শাহরিয়ার আলমের পিতা বিশিষ্ট সমাজ সেবক শামসুদ্দিন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদস সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষকে রাজশাহীতে অবস্থিত বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে প্রতিনিয়ত চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেন।
বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন বলেন, আমার হাসপাতালের দুয়ার (চারঘাট-বাঘা) বাসীর জন্য উন্মুক্ত। আমার ছেলে নির্বাচিত হউক-বা না হোক, আমি এই অঞ্চলের মানুষদের সেবা দিয়ে যাবো। তিনি বলেন, শুধু আজকে নয়, এর আগেও বাঘায় এ ধরনের ক্যাম্প বসেছে এবং আগামীতেও বসবে। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, এখানে অনেক মানুষ আছে যারা অর্থ ব্যয় করে শহরে যেতে পারে না। তাদের পাশে থাকবে বারিন্দ মেডিকেল কলেজ। তিনি হতদরিদ্র মানুষদের যে কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা (টেস্ট) এবং চক্ষু রোগীদের ফ্রি-অপারেশনের ব্যবস্থা করে থাকেন বলেও উল্লেখ করেন।
ক্যাম্পে সেবা নিতে আসা আমোদপুর গ্রামের সুরাজান বেগম বলেন, আমাদের নেতা শাহরিয়ার ভাই ছিলেন বলে আজকে আমরা ফ্রি-চিকিৎসা নিতে পারছি। অপর একজন আব্দুল কাদের বলেন, এর আগে এই ক্যাম্পের মাধ্যমে আমি আমার ডান চোখ বিনা পয়সায় অপারেশন করিয়ে ভাল আছি। এখন বাম চোখটি দেখাতে এসেছি। ডাক্তার বললেন, এটাও অপারেশান করতে হবে। এ জন্য তারা আমাকে রাজশাহী বারিন্দ্র মেডিকেলে যেতে বললেন।
সংশ্লিষ্ঠ সূত্র জানায়, এই ক্যাম্পের মাধ্যমে শনিবার দিনব্যাপী বিভিন্ন সমস্যায় জর্জরিত প্রায় ৮-৯’শ রোগী তাদের নিজ নিজ সমস্যার কথা তুলে ধরে ডাক্তার দেখান। এখানে যারা চিকিৎসা সেবা দিয়েছেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা: গোপাল চন্দ্র সরকার, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা: রফিকুল আলম, কমিউনিটি মেডিসিন বিভাগের, অধ্যাপক ডা: সুজিত কুমার ভদ্র, পরিচালক বারিন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের ডা: গোলাম মোর্ত্তুজা, উপপরিচালক বারিন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা: বি কে দামসহ বিভিন্ন বিভাগের ১৪ জন ডাক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
সাম্প্রতিক মন্তব্য