লালপুরে পিপিই সংকটে অ্যান্টিজেন করোনা পরীক্ষা ব্যাহত
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংকটে অ্যান্টিজেনের মাধ্যমে করোনা শনাক্তকরণ পরীক্ষা ব্যাহত হচ্ছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (২৪ এপ্রিল ২০২১) হাসপাতালে অ্যান্টিজেনের মাধ্যমে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় ১৫ মিনিটের মধ্যে করোনা আক্রান্ত কিনা বলে দেওয়া যাচ্ছে। এর আগে শুধুমাত্র করোনা শনাক্তের জন্য রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পদ্ধতিতে পরীক্ষা হচ্ছিল।
মোহরকয়া গ্রামের পল্লি চিকিৎসক মো. নূহুউল্লাহ কবির জানান, বেশ কিছু দিন ধরে তিনি করোনা উপসর্গ সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যাথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। প্রতিদিন করোনা পরীক্ষা হচ্ছে জেনে রোববার (২৫ এপ্রিল ২০২১) হাসপাতালে আসেন। পিপিই সংকটের কারণে আগামীকাল পরীক্ষা করা হবে বলে জানানো হয়। তাই তিনি আজ ফিরে যাচ্ছেন, আগামী কাল আবার আসবেন। এ রকম আরো তিনজন রোগী বাড়ি ফিরে যাচ্ছেন।
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) মো. জাকির হোসেন জানান, পর্যাপ্ত পিপিই সরঞ্জামাদি না থাকায় রোগীদের পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। রোগীদের আইডি কার্ড রেখে দেওয়া হয়েছে। আগামীকাল আসতে বলেছেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম সাহাব উদ্দীন বলেন, হাসপাতালে প্রতিদিন অ্যান্টিজেনের মাধ্যমে করোনা পরীক্ষার কথা থাকলেও পিপিই (গাউন, গ্লাভস, মুখের আবরণ (ফেস শিল্ড), চোখ ঢাকার জন্য মুখের সাথে লেগে থাকে এমন চশমা এবং মাস্ক) সংকটে তা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, বেশ কিছু দিন আগে পিপিই’র জন্য চাহিদা দেওয়া হয়েছে। পর্যাপ্ত পিপিই সরবরাহ পাওয়া গেলে প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে।
সাম্প্রতিক মন্তব্য