লালপুরের ১০৪ জনের রিপোর্ট অপেক্ষমান
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলায় আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে লালপুর উপজেলায় মোট ৩ জন করোনায় আক্রান্ত হলো। উপজেলায় ১শ ৭১জনের নমুনা সংগ্রহ করে ৬৪জনের রিপোর্ট নেগেটিভ ৩জনের রিপোর্ট পজেটিভ এসেছে। অবশিষ্ট ১০৪ জনের রিপোর্ট অপেক্ষমান আছে।
লালপুর হাসপাতাল সূত্রে জানা যায়, লালপুর উপজেলায় ১২ মে ২০২০ আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে লালপুর উপজেলায় মোট ৩ জন করোনায় আক্রান্ত হলো। নতুন একজন পুরুষ মানুষ, তার বয়স (৩০) বছর। তাকে আইশোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ২০২০) দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম জানান, আক্রান্ত ব্যাক্তি লালপুর হাসপাতালের অপারেশন থিয়েটারে ওটি বয় হিসেবে অস্থায়ীভাবে কাজ করতো। ১২ মে তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তাকে তার বাড়িতে আইশোলেশনে রাখা হয়েছে।
তিনি আরো জানান ৪ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত উপজেলায় মোট ১শ ৭১জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১শ ৭১ জনের মধ্যে ১২ মে পর্যন্ত ৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৩জনের রিপোর্ট পজেটিভ ও ৬৪জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অবশিষ্ট ১০৪ জনের রিপোর্ট পেন্ডিং আছে। আক্রান্ত ৩ জন রোগীকে আইশোলেশনে রাখা হয়েছে। তাদের চিকিৎসা ও নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে।
সাম্প্রতিক মন্তব্য