লালপুরে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করতে অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে কালাজ্বর ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার ব্যবস্থাপনায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর -২০২০) সকালে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। কালাজ্বর নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভাইরুল বাশার ভাদু।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুর রাজ্জাক প্রমূখ।
কালাজ্বর ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মূল বিষয় উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: ফারজানা হক, স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: শরীফ মো: কাফি, ডাটা ম্যানেজার আফিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার, শিক্ষক, ইমাম, সাংবাদিক, স্বাস্থ্য কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সাম্প্রতিক মন্তব্য