logo
news image

টিকা প্রদানে শৃঙ্খলা ফিরেছে

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদানের দ্বিতীয় দিনে শৃঙ্খলা ফিরেছে।
রোববার (৯ জানুয়ারি ২০২২) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।
শনিবার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদানের প্রথম দিনে নানা অব্যবস্থাপনায় নির্বিঘ্নে টিকাদানে ভোগান্তিতে পড়ায় হট্টগোল-বিক্ষোভ করে শিক্ষার্থীরা। হট্টগোলের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্র্র্র্র্র্র্র্র্র্র্র্থীরা সভাকক্ষের দরজা ও কাঁচ ভেঙ্গে ফেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সাহাব উদ্দিন বলেন, দ্বিতীয় দিনে রোববার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের ৬৫০ জন, চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ৩০৭ জন, মঞ্জিলপুকুর উচ্চ বিদ্যালয়ে ৪৭২ জন ও মধুবাড়ি দাখিল মাদ্রাসার ২০৬ জন শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন সময়ে টিকা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, নির্ধারিত সময়ে টিকা গ্রহণে ব্যর্থ হলে পরবর্তীতে তাদের দেওয়া হবে।
দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, সুষ্ঠুভাবে টিকা গ্রহণ করতে পেরে খুশি। কোন রকম বিড়ম্বনায় পড়তে হয়নি। টিকা গ্রহণের পর শারিরিক কোন প্রতিক্রিয়া হয়নি।
নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. গাওছুল আজম বলেন, নির্দিষ্ট শিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্ধারিত তারিখ ও সময়ে টিকা গ্রহণ করেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top