logo
news image

হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থাপনা

প্রতিনিধি, লালপুর (নাটোর)
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থাপনা স্থাপন করা হয়েছে। আগামী ১০ আগস্ট ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
শনিবার (৭ আগস্ট ২০২১) স্থাপনকালে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সাহাব উদ্দীনসহ সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সাহাব উদ্দীন বলেন, আপাতত ১০ টি অক্সিজেন সিলিন্ডার স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে ১৮ জন রোগীকে একসাথে অক্সিজেন সেবা দেওয়া যাবে। করোনাসহ অন্যান্য রোগীদের উপকারে আসবে। আগামী ১০ আগস্ট ২০২১ অক্সিজেন ও নতুন অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী বলেন, উপজেলা পরিষদের উদ্যোগে ১০ লাখ টাকা ব্যয়ে ৪৫ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top