logo
news image

করোনার অভিজ্ঞতা

রেজাউল করিম খান :
নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি প্রতিদিন আমি। ইচ্ছে করেই করোনা টেষ্ট করিয়েছিলাম। ইতোপূর্বেও করোনা উপসর্গ নিয়েও কোনো টেষ্ট করাইনি।
এবার আর দেরি না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পজিটিভ রেজাল্ট নিয়ে অফিসে ফিরেই লক্ষ্য করলাম আমি যেন পৃথিবী থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে চলছি। বাসায় খুব তাড়াতাড়িই ফিরে এলাম। কাজের খালা আমাকে দেখেই বললেন- মামা আমি জানছি আপনার করোনা হইছে। অবাক কান্ড, কী করে বুয়া জানলো?
খবর জানার পর হতেই অনেকেই সাহস দিতে ফোন দিতে থাকলো। কাজের বুয়া খুব তাড়াতাড়িই আজ ফিরে যাচ্ছে। যাবার আগে জানালেন, বাড়িওয়ালা তাকে আগামীকাল থেকে আসতে নিষেধ করেছেন। অবাক কান্ড, আমাকে না জানিয়েই কাজের বুয়াকে না করে দিচ্ছে।
আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম-আপনি কি আমার ১৪ দিন খাবার-দাবারের দায়িত্ব নেবেন? তিনি জানালেন, আপনি শুকনো খাবার খাবেন।
আমি তাকে বললাম-ডাক্তার আমাকে পুষ্টিকর খাবার খেতে বলেছেন।
তিনি বললেন, তাহলে আপনি বুয়াকে আসতে বলিয়েন। বুয়াকে বললাম, কিন্তু বুয়া আর আসেনি।
ম্যাস থেকে আমার অফিস পিয়ন খাবার দিয়ে যাচ্ছিল। আজ শুনলাম, তার সহকর্মীরা তাকে বয়কট করা শুরু করেছে।
আসলেই আমাদের দেশে মানুষ বড় স্বার্থপর আর হীনমানসিকতা সম্পন্ন। আমাকে কেউ দেখতে ঘরে প্রবেশ করছে না। সচেতনতার অভাব। মানুষ খুবই ভীতু অথচ ঠিক করে মাস্ক পড়ছে না। প্রায় সবার মাস্ক নাকের নিচে। সোশাল ডিসটেন্স মানছে না। মানুষকে আইন মানাতে বাদ্ধ করতে লাঠিচার্জ করে কিছুক্ষণ পর রাস্তার পাশে দোকানের আড়ালে বিড়ি ফুকাচ্ছে।
গত বুধবার ৩০ জুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন করোনা টেষ্ট করিয়ে ২২ জন পজিটিভ হয়েছে। প্রায় ৫০ শতাংশ করোনা পজিটিভ।
একজন বলেছেন, যদি শতভাগ মানুষ করোনা পরীক্ষা করায়-তাহলে রেজাল্ট প্রায় একই রকম হবে। তবে পরীক্ষা না করে রক্ষে, তা না হলে আমার মতো তাদেরকেও এমন বিব্রত হতে হবে।
এখন আমার শারীরিক অবস্থা অনেক ভালো। আশা করছি-এখন টেষ্ট করালে নেগেটিভ রেজাল্ট পাবো।

* রেজাউল করিম খান : ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, লালপুর জোনাল অফিস।

সাম্প্রতিক মন্তব্য

Top