logo
news image

গোপালপুর পৌরসভায় লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিনিধি, নাটোর (লালপুর):
নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভায় সাত দিনের জন্য কঠোর লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। আগামী ২৯ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুন ২০২১) রাতে জেলা প্রশাসক মো. শামীম আহমেদ নাটোর ও সিংড়াসহ নতুন করে নলডাঙ্গা, বাগাতিপাড়া, গোপালপুর, বনপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর পৌর এলাকায় আগামী ২৯ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেন।
এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হতে হলে তাঁকে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে।
এ ছাড়া এসব এলাকায় সব ধরনের গণপরিবহন চলাচল ও দোকানপাট বন্ধ থাকবে। তবে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে।
লকডাউনের প্রথম দিনে জরিমানা:
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার জানান, লকডাউনের প্রথম দিনে গোপালপুর পৌরসভার বিভিন্ন স্থানে সাত দিনের আরোপিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারী আদেশ অমান্য ও স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ১৭ টি মামলায় তিন হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয় নিশ্চিত করে বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ তৎপরতার সাথে কাজ করছে।

সাম্প্রতিক মন্তব্য

Top