বড়াইগ্রাম হাসপাতালে অক্সিজেন প্লান্ট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহামারি করোনায় আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবা দিতে সম্পূর্ণ স্থাণীয় উদ্যোগে করোনা ইউনিট ও অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ফিতা কেটে এর উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
হাসপাতাল মিলনায়তনে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ডলি রাণী প্রমুখ।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, ৫০ শয্যার হাসাপাতলে পৃথক ১৫ শয্যার করোনা ইউনিট করা হয়েছে। এদিকে ৯টি সিলিন্ডার সমৃদ্ধ অক্সিজেন প্লান্ট স্থাপনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ভাবে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিতের ব্যবস্থা করা হলো। তিনি আরও জানান, সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের পৃষ্ঠপোষকতায় ইউএনও জাহাঙ্গীর আলমের উদ্যোগে স্থাণীয়ভাবে ওই অক্সিজেনপ্লান্ট স্থাপন করা হলো।
সাম্প্রতিক মন্তব্য