বড়াইগ্রামে ভোক্তা অধিকার আইনে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারীকুশি ফুলতলা গ্রামে মঙ্গলবার তিনটি বাড়ির কারখানায় ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ওই আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, দ্বারীকুশি ফুলতলা গ্রামে মুক্তি, জননী, প্রিয়তমা ফুডস্ ভুয়া ঠিকানা ব্যাবহার, উৎপাদনের তারিখ উল্লেখ না তাকার, মনোগ্রামে ঘ্রি, আটা, চিনি, দুধ, ডিম বক্যাবহারের কথা উল্লেখ থাকলেও পামওয়েল তেলে ভেজে, সাথে এরারুট ব্যাবহার করে বিস্কিট তৈরীর অপরাধে মৃত জরিপ মোল্লার ছেলে মজনু মোল্লা (৪০) কে ৩০ হাজার টাকা জরিমানা, রুস্তম আলীর ছেলে সেলিম হোসেন (২৬) কে ৩০ হাজার টাকা, এবং রফিকুল ইসলাম (৪৫) কে ৩০ হাজার সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাম্প্রতিক মন্তব্য