বাগাতিপাড়া মাছ বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)। ।
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার মালঞ্চি মাছ বাজারকে ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু বাজার পরিদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘোষণা দেন।
এ উপলক্ষে বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিফতরের আয়োজনে যৌথভাবে অনুষ্ঠানিক ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করা হয়েছে।
ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমরেজ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, মালঞ্চি বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য