logo
news image

পরিছন্নতা শুরু হোক আমার থেকে

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
“পরিছন্নতা শুরু হোক আমার থেকে” শিরোনামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে কানাইখালী মাঠ পর্যন্ত তাঁরা এ অভিযান পরিচালনা করে। বিডি ক্লিন নাটোরের ৫০ জন সদস্য এই অভিযানে অংশগ্রহণ করে। এদের বেশিরভাগই স্কুল এবং কলেজ পড়ুয়া । আবদুল্লাহ আল নোমান পিয়াস এর নেতৃত্বে বিডি ক্লিন এর সদস্য শান্ত, রেজওয়ান, মেহেদি, আশরাফুল, লাবিব সহ এই ৫০ জনের ছেলে মেয়ের দল মাথায় ক্যাপ পড়ে এবং হাতে গ্লাভস পড়ে কাগজের টুকরা পলিথিন সিগারেটের মোতা থেকে শুরু করে সমস্ত নোংরা আবর্জনা তারা তুলে বস্তায় পুরে নেয়। পরে সেই বস্তা গুলি অটোরিকশায় করে নির্দিষ্ট স্থানে তারা ফেলে দেয়। তাদের এই কর্মকাণ্ড নাটোরবাসীকে অনুপ্রাণিত করেছে। স্থানীয় এক দোকানি স্বপন জানান, এদের এই কর্মকাণ্ড দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি আজ থেকেই এখানে একটি বাক্স রাখবো ময়লা-আবর্জনা ফেলার জন্য। যাতে সবাই নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে। বিডি ক্লিনের সদস্যরা জানান, নিজে পরিষ্কার থাকার অভ্যাস গঠন করতে হবে সবার আগে। পৌরসভার একার পক্ষে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব না। তাই নিজের বাড়ি এবং বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে নিজে ভালো থাকতে হবে। অপরকেও ভালো রাখতে হবে। উল্লেখ্য বিডি ক্লিন এর সদস্যরা নিয়মিতভাবে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে থাকে।

সাম্প্রতিক মন্তব্য

Top