লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর ২০২৩) বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন এবং আগামী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভাল ফলাফল নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাঘা। বিশেষ অতিথি ছিলেন, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, মুসলিম এইড বাংলাদেশ লালপুর শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমেদ, প্রভাষক আব্দুল্লাহ আল হাসান তনু, নতুন কুঁড়ির নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় শিক্ষার্থী তামান্না তাসকিন, সাদিফা ইসলাম রিচিসহ অভিভাবক, শিক্ষকরা বক্তব্য রাখেন।
এ বছর বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে ৭২ জন, মানবিক বিভাগে ৪৩ জন এবং এসএসসি ভোকেশনালে ৪৩ জন মোট ১৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
সাম্প্রতিক মন্তব্য