logo
news image

শাবি সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের সভাপতি সোহেল-সম্পাদক সুমন্ত

নিজস্ব প্রতিবেদক, শাবি।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি (২০২১-২০২২) গঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর ২০২১) রাতে সংগঠনের ভার্চুয়্যাল সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেলকে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। একই সাথে ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
বিদায়ী সভাপতি প্রথম ব্যাচের শিক্ষার্থী ড. মোহাম্মদ শামীম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চতুর্থ ব্যাচের মোহাম্মদ আজিজুল ইসলাম শামীমের সঞ্চালনায় ভার্চুয়্যাল সভায় সংযুক্ত হন, বিভাগীয় প্রধান মো. ইসমাইল হোসেন, অধ্যাপক আমিনা পারভিনসহ দেশ-বিদেশের অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থী। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত সাড়ে চার ঘন্টা সভা অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহসভাপতি- মোহাম্মদ মুশাররফ হোসেন, বিধান চন্দ্র দেবনাথ, মো. জাহাঙ্গীর আলম ও খালিদ মনসুর বিপ্লব। যুগ্মসম্পাদক- প্রদীপ চন্দ্র দাস, মো. আবুল কাশেম ও আব্দুর রশিদ খান রাশেদ। কোষাধ্যক্ষ সেলিনা চৌধুরী লিপি, সমাজকল্যাণ সম্পাদক মাজহারুল হক আকন্দ, সহসমাজকল্যাণ সম্পাদক নুর মোহাম্মদ রহমত উল্লাহ, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ, সহসাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা খান ঊর্মি, শিক্ষা সম্পাদক মো. হাবিবুর রহমান জিয়া, সহশিক্ষা সম্পাদক মো. আব্দুস সামাদ, প্রচারও জনসংযোগ সম্পাদক রাজীব মামুন, সহপ্রচার সম্পাদক তারেক আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সহআন্তর্জাতিক সম্পাদক মো. শাহনেওয়াজ, দপ্তর সম্পাদক নুর জালাল খান শাহানুর, সহদপ্তর সম্পাদক অনন্যা সরকার এবং সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাস। নির্বাহী সদস্য- মো. মঈন উদ্দীন, কৃত্তিবাস পাল, মো. শফিকুল আলম ছিদ্দিকী, মো. আলাউদ্দিন, হাসিনা ইসলাম লিপি, মাইনুল হাসান সোহেল, জিন্নাত শহীদ পিংকী ও আশিক নুর।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, অধ্যাপক ড. মো. শফিকুর রহমান চৌধুরী, ড. মোহাম্মদ শামীম খান, মো. আব্দুর রাজ্জাক এফসিসিএ, হেলাল আহাম্মদ, তৌহিদ চৌধুরী, ড. মাসুক আজাদ সালেহীন, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, আহমেদ তানভীর, অধ্যাপক তাহমিনা ইসলাম, মোস্তাক আহমেদ, আব্দুল করিম দলা মিয়া, মোহাম্মদ আজিজুল ইসলাম শামীম ও  মোহাম্মদ তানভীরুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল ও সাধারণ সম্পাদক সুমন্ত ব্যানার্জি বলেন, সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কল্যাণমূলক কাজে এলামনাই এসোসিয়েশনের ভুমিকা আরো সুদূরপ্রসারী হবে বলে আশাবাাদ ব্যক্ত করেন তাঁরা।

সাম্প্রতিক মন্তব্য

Top