রাবি নৃবিজ্ঞান বিভাগের প্রধান হলেন কামাল পাশা
ইমাম হাসান মুক্তি, প্রতিনিধি, নাটোর (লালপুর)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র ও রাবির সহযোগী অধ্যাপক কামাল পাশা।
রোববার (১৬ মে ২০২১) দুপুরে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. বখতিয়ার আহমেদের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন কামাল পাশা। তিনি শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের ১৯৯৫-১৯৯৬ সেশনের ছাত্র ছিলেন। অনার্স ও মাস্টার্স শেষ করে ২০০২ সালে রাবির নৃবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন।
সাবেক বিভাগীয় প্রধানের দায়িত্ব হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, ড. মোহাম্মদ আলতাফ হোসেন, মো. গোলাম ফারুক সরকার, মো. লিটন হোসেন, সহকারী অধ্যাপক, মোস্তাফিজুর রহমান ও প্রভাষক রাদিয়া আওয়াল তৃষা প্রমুখ।
পরে বিভাগের শিক্ষকরা নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক কামাল পাশাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক কামাল পাশা দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। সেই সাথে বিভাগের গৌরব ও মর্যাদা সমুন্নত রেখে বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।
কামাল পাশা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।
শাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এফ এম জাকারিয়া বলেন, কামাল পাশা রাবির নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হওয়া আমাদের নৃবিজ্ঞান বিভাগ ও আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুশির সংবাদ। এমন সাফল্যে আমরা গর্বিত। আশাকরি তিনি রাবির নৃবিজ্ঞান বিভাগের জন্য সর্বোৎকৃষ্ট সফলতা বয়ে আনবেন এবং বিভাগটিকে বিশ্ববিদ্যালয়, দেশ ও বিশ্বের কাছে অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরবেন।
কামাল পাশা ১৯৮১ সালে নাটোরের লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখার হাতেখড়ি নেন। তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল থেকে পঞ্চম শ্রেণি, সান্তাহারের কলসা আহসানুল্লাহ ইনস্টিটিউট ১৯৯২ সালে এসএসসি, সান্তাহার সরকারি কলেজ থেকে ১৯৯৪ সালে এইচএসসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক (সম্মান) এবং ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২০০২ সালের ৩১ ডিসেম্বরে রাবি নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৫ সালের ৩১ ডিসেম্বর সহকারী অধ্যাপক এবং ২০১৬ সালের ২৬ ডিসেম্বর সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।
কামাল পাশা বগুড়ার সান্তাহারের কাশিপুর গ্রামে ১৯৭৭ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করেন। পিতা আহাম্মদ আলী, বাংলাদেশ পুলিশ বিভাগে কর্মরত ছিলেন ও মাতা রহিমা বেগম। স্ত্রী জুবাইদা বশরী। আহমেদ জাইন পাশা ও রোজানা আরিয়া পাশা।
সাম্প্রতিক মন্তব্য