logo
news image

ডাকসু নির্বাচন আগামী ১১ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়।  ।  
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে ডাকসু ও হল সংসদ নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ এবং ডাকসু নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে উপাচার্য আখতারুজ্জামান এই তারিখ নির্ধারণ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্রের ৮ (ই) ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেছেন ৷ বুধবার বিকেল সাড়ে তিনটায় ও সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়সংলগ্ন লাউঞ্জে উপাচার্যের সভাপতিত্বে ডাকসু নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ ও উপদেষ্টা পরিষদের সাথে পৃথক সভা শেষে এই তারিখ নির্ধারণ করা হয়েছে৷
ডাকসুর গঠনতন্ত্রের ৮ (ই) ধারা অনুযায়ী, নির্বাচনের ভোটকেন্দ্র হলগুলোতে হওয়ার কথা৷ কিন্তু ইতিমধ্যে ১১টি ছাত্রসংগঠন হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবি জানিয়েছে৷ অবশ্য, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিব্শ পরিষদের বৈঠক শেষে উপাচার্য সাংবাদিকদের বলেছেন, ডাকসু নির্বাচনে প্রার্থিতার যোগ্যতা ও ভোটকেন্দ্রের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত হবে ৷

সাম্প্রতিক মন্তব্য

Top