logo
news image

বাউয়েটের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক, বাউয়েট।  ।  
২৮-২৯ অক্টোবর ২০১৮ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২য় বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ক্যাম্পাসে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফিতা কাটার মাধ্যমে কর্মসূচী শুরু করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, সহকারী হল প্রভোস্ট এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ। ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী বাউয়েট ক্যাম্পাস থেকে শুরু করে দয়ারামপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে।
দিবসটি উদ্যাপনের জন্য ১ম দিন দেয়ালিকা প্রকাশ, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব ও ইনডোর গেমস-এর আয়োজন করা হয়। ২য় দিন সন্ধ্যায় বাউয়েট এর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য মহোদয়সহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানটি উপভোগ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top