লালপুরে দুটি প্রতিষ্ঠানের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)। ।
নাটোরের লালপুরে মধুবাড়ি দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট্ একাডেমিক ভবন ও পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আরসাদ হোসেন সাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর-(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, থানা আওয়ামী লীগ সদস্য ফিরোজ আল হক ভুঁইয়া, মাদাসার সুপারিন্ডেটেন্ট আব্দুল হালিম হাকিম প্রমুখ।
অপর দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
সাম্প্রতিক মন্তব্য