logo
news image

রাবির ১১ জনকে গুণী শিক্ষক সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, রাবি।  ।  
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১ শিক্ষককে ‘গুণীশিক্ষক’ সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা দেওয়া হয়েছে রাজশাহীর ছয় প্রকৌশলীকেও। এ ছাড়া ‘বিজনেস রিসার্চ অন ব্র্যান্ড ইকুইটি’ শীর্ষক গবেষণায় অংশ নেওয়ায় সদনপত্র পেয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৩৬ শিক্ষার্থী।
ক্রাউন সিমেন্টের উদ্যোগে সোমবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা ও সনদপত্র দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত ১১ অধ্যাপক হলেন, পরিসংখ্যান বিভাগের এম এ এইচ তালুকদার, হোসনে আরা হোসাইন, সামাদ আবেদীন, এম এ রাজ্জাক, কোরবান আলী, বাসার মিঞা, অধ্যাপক আইয়ুব আলী, ইনস্টিটিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের কে এ এম শাহাদাত হোসাইন মণ্ডল, গণিত বিভাগের সুব্রত মজুমদার, ফলিত গণিত বিভাগের এন জিল্লুর রহমান ও রসায়ন বিভাগের আজহার আলী। তাঁদের মধ্যে আইয়ুব আলী ছাড়া বাকিরা অবসরপ্রাপ্ত।
সম্মাননা পাওয়া প্রকৌশলীরা হলেন, রাজশাহী কে বি কনসালট্যান্ট ও কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, সেঞ্চুরি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কলসালট্যান্টের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, রাজশাহী দ্য প্ল্যানারের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, রাজশাহী নির্মাণ উপদেষ্টার চেয়ারম্যান রেজুয়ানুল হক, রাজশাহী হোম আরকিটেক্ট অ্যান্ড ডিজাইনের ইমতিয়াজ আহমেদ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী সাঈদ মাকসুদুল আহসান।

সাম্প্রতিক মন্তব্য

Top