logo
news image

লালপুরে অগ্নিকান্ডে কৃষকের ৩০ লক্ষ্য টাকার ক্ষতি

 
নিজস্ব প্রতিবেদক 
নাটোরের লালপুরে আগ্নিকান্ডে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত দুই টার সময় উপজেলার পানঘাটা গ্রামের আকবর আলী সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে তিনি পানঘাটা গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে। জানা যায়, আকবর আলীর বাড়ির রান্না করার চুলার ছাই পাটশুলার পাশে ফেলে রাখায়
সেখান থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে আগুন বিস্তার লাভ করে সমস্ত বাড়িতে ছড়িয়ে 
পড়ে। আগুনের শিখা দেখে স্হানীয় লোকজন 
ফায়ার সার্ভিস অফিসে খবর দেয় । বনপাড়া ও লালপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে 
গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ।ভুক্তভোগী 
আকবর সরদার বলেন, আগুনে বাড়ী সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। 
ঘরে থাকা নগদ দুই লাখ ২৫ হাজার টাকা, 
৬০ মন গম, ৪৫মন ধান, ৮ মন কালিজিরা, ১৮
মন ধনিয়া ১৫০ মন রসুন টিভি, ফ্রিজ সহ 
আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 
৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 
এবিষয়ে কমিচিলান ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ঘটনাটি জেনে মর্মাহত 
হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্যমতো সহযোগিতা করবো 

সাম্প্রতিক মন্তব্য

Top