logo
news image

বড়াইগ্রামে উপজেলা পরিষদ নির্বাচন ভোটের আগেই ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে আসন্ন উপজেলা নির্বাচনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাইয়ের ভোট গ্রহণ গত বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৯ জন পদ প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান আনারস মার্কায় ১৩৩ ভোট, জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ছাতা মার্কায় ১৩২ ভোট, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নায়ন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা হাতি মার্কায় ১১৬ ভোট পান। 
উপজেলা ভাইচ চেয়ারম্যান পদের জন্য ৭ জন পদ প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক মাছ মার্কায় ১৫৩ ভোট, উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম মই মার্কায় ১৫২ ভোট, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা গরুর গাড়ী মার্কায় ১২৮ ভোট পান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৫ জন পদ প্রার্থীর মধ্যে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া আক্তার মোমবাতি মার্কায় ১৯৫ ভোট, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারগীস পারভীন মোরগ মার্কায় ১৬৩ ভোট, মহিলা আওয়ামীলীগ নেতা আনিসা বিলকিস হরিণ মার্কায় ১৪৯ ভোট পেয়েছেন। 
বৃহস্পতিবার বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদে সকাল ১০টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয় এবং তা বিকেল ২ঘটিকা পর্যন্ত চলে। এ নির্বাচনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম-গুরুদাসপুর) সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। 
এ নির্বাচন উপলক্ষে নাটোর জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এ্যাড. শাজাহান কবিরকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশিন গঠন করা হয়।
নির্বাচন কমিশন সুত্রে অনুযায় জানা যায়, উপজেলার ৭ টি ইউনিয়ন এবং ২ টি পৌর সভার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল ওয়াডের্র  সভাপতি ও সাধারণ সম্পাদক এই নির্বাচনে ভোটার হিসেবে গন্য হয়েছেন। মোট ভোটারের সংখ্যা ছিল ২৩৫। নির্বাচন কমিশিন আরো জানান, প্রত্যেকটি পদের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভকারীদের তালিকা সংশ্লিষ্ট উর্ধতন কার্যালয়ে প্রেরণ করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top