logo
news image

বনপাড়া পৌরসভায় লকডাউন থাকা পরিবারে খাদ্য সরবরাহ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকায় লকডাউনে থাকা পরিবার গুলোতে নিয়মিত খাদ্য সরবরাহ করা হচ্ছে। স্থাণীয় কাউন্সিলরের মাধ্যমে ওই সকল পরিবারের মাঝে চাল,ডাল, তেল, আলু, পিয়াজ, মাছসহ সকল প্রকার নিত্য খাদ্যপণ্য পৌঁছে দেয়া হচ্ছে। এর আগে নারায়নগঞ্জ, ঢাকাসহ বাহিরের জেলা থেকে আগতদের বাড়িতে লাল নিশানা টাঙিয়ে লকডাউন করা হয়।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে  ১২নং ওয়ার্ডে চারটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন স্থাণীয় কাউন্সিলর দুলাল হোসেন এবং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুর মিয়া।
বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন বলেন, মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন পেশাজীবি পরিবারের মাঝে নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফেরা পরিবারকে লকডাউন করে সেখানে নিয়মিত খাদ্য সমাগ্রী পৌছে দেয়া হচ্ছে। তিনি এ দূর্যোগ মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্য্যর সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য পৌরবাসিকে আহŸান করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top