লালপুরে টিসিবির পন্য বিক্রয়
নিজস্ব প্রতিবেদক।।
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ) থেকে পণ্য বিক্রয় করা হয়েছে।
বুধবার (১৩ মে ২০২০) সকালে নাটোরের লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়ন এলাকায় পণ্য বিক্রয় শুরু করেন টিসিবির আল-আমিন ট্রেডার্স । পণ্যের মধ্যে চিনি ও মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা দরে এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা ও পেঁয়াজ প্রতি কেজি ২৫টাকা দরে বিক্রি করা হয়। করোনার প্রভাবে মানুষেরা সামাজিক দুরত্ব বজায় রেখে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছেন। বিক্রয় কার্যক্রমের পরিচালনা ও জনগণকে করোনা প্রতিরোধে সাবধান করেন এ্যাড. ইমরান আলী। এ সম উপস্থিত ছিলেন লালপুর আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাক আহম্মেদ, চংধূপইল ইউপি সদস্য মিজানুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সাম্প্রতিক মন্তব্য