লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সপ্তাহ ব্যাপী মাস্ক বিতরণ অব্যাহত
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সপ্তাহ ব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) উপজেলার পৌর গোপালপুর পৌর এলাকার চকনাজিরপুর, ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া বাজার, পুলিশ ফাঁড়ী চত্বর, ওয়ালিয়া ট্রাফিক মোড়, ফুলবাড়ী ধুপইল, চংধুপইল ইউনিয়নের করিমপুর রেল গেট,
আব্দুলপুর বাজার, আব্দুলপুর স্টেশন এলাকা সহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবলায় সচেতনতা মূলক প্রচারনা ও মাস্ক বিতরন হয়।
সপ্তাহ ব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচীর ৪র্থ দিনে উপস্থিত ছিলেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ ফারুক হোসেন তালাশ, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক একে আজাদ সেন্টু, আলাউদ্দিন জালাল, মাজহারুল ইসলাম তিব্বত, আশিশ কুমার সুইট, রুহুল কুদ্দুস কোহেল, দেলোয়ার হোসেন লাইফ, মো: জাহিদ আলীসহ অত্র প্রেসক্লাবের সদস্য বৃন্দ।
এছাড়াও সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গত শুক্রবার লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া বাজার, বিলমাড়ীয়া বাজার, বিলমাড়ীয়া জামে মসজিদ চত্বর, বিলমাড়ীয়া কলেজ মোড় ও দুড়দুড়ীয়া ইউনিয়নের ভেলাবাড়ীয়া মাজার মসজিদ চত্বর , বেল্লাবাড়িয়া বাজার, দুড়দুড়িয়া বাজার,বেরিলাবাড়ী মোড়, আটটিকা, পাইকপাড়া বাজার,পাইকপাড়া সেন্টার বাজার রহিমপুর উধনপাড়া মোড় সহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয় ।
তৃতীয় দিনে শনিবার উপজেলার কদিমচিলান ইউনিয়নের কদিমচিলান বাজার, পালোহারা, ভবানীপুর বাজার, চাঁদপুর বাজার মোড়সহ বিভিন্ন স্থানে, দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর বাজার, ইউনিয়ন পরিষদ চত্বর, ডাঙ্গা পাড়া মোড়, পালোহারা সহ বিভিন্ন স্থানে সর্ব সাধারণের মাঝে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ ও মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কালে সাংবাদিকগণ জনসাধারণ কে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল ও মাস্ক পরিধানে উৎসাহিত করতে প্রচারনা চালানো হয় ।
উল্লেখ্য - গত ২২ এপ্রিল লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
সাম্প্রতিক মন্তব্য