সিংড়া মরীচিকা স্টুডিও-র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)। ।
নাটোরের সিংড়ায় ইউটিউব ভিত্তিক ব্যান্ড মরীচিকা স্টুডিও প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৬ নভেম্বর) রাতে সিংড়া কোর্টমাঠে কেক কেটে কাটেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এ সময় সিংড়া পৌরসভার মেয়র আলহাজ¦ মোঃ জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, মরীচিকা স্টুডিও এর পরিচালক রিদওয়ান সিদ্দিক, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক খলিল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মাহাবুব আলম বাবু,মরীচিকা স্টুডিওর চঞ্চল মাহমুদ সংগ্রাম, তুহিন সহ সিংড়া মডেল প্রেস ক্লাব ও মরীচিকা স্টুডিওর অন্য সদস্যবৃন্দ। কেক কাটা শেষে মরীচিকা স্টুডিওর শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশনা করেন।
মরীচিকা স্টুডিও এর পরিচালক রিদওয়ান সিদ্দিক বলেন, আমরা অনেক আনন্দিত। বর্তমানে আমাদের ইউটিউব চ্যানেলের দর্শক সংখ্যা প্রায় ৬০ লাখ। মানুষ আমাদের গান শুনে আমাদের উৎসাহ প্রদান করে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো সিংড়া মডেল প্রেসক্লাব।
সাম্প্রতিক মন্তব্য