শাবি প্রেসক্লাবের আরেক ইতিহাস
নিজস্ব প্রতিবেদক, শাবি।
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আরেক ইতিহাস সৃষ্টি করলো। দেশ ভ্রমনের পর এবার আন্তর্জাতিক ভ্রমনের মাধ্যমে নিজেদের তুলে ধরলো। নিজেদের দৃঢ়তা প্রমান করলো।
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষ থেকে প্রথম বারের মতো ইন্টারন্যাশনাল ট্যুর আয়োজন করে। সোমবার (৭ অক্টোবর) ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ক্যাম্পাস—ডাউকি বর্ডার—শিলং—শিলিগুড়ি—রংপো—গ্যাংটক—লাচুং—ইয়ামথাং ভ্যালী—জিরো পয়েন্ট— গ্যাংটক—জলপাইগুড়ি স্টেশন—কলকাতা—বেনাপোল—ঢাকা—সিলেট—ক্যাম্পাসে ফিরে আসে সোমবার (১৪ অক্টোবর)।
৮ দিন আর ৮ রাতের ম্যারাথন ট্যুর। মেঘ-বৃষ্টি-পাহাড়-বরফের হিম শীতল মিতালি দেখেছি কাছ থেকে। যতো দেখেছি ততো দেখার আগ্রহ বাড়ে। হয়ত হবে দেখা অন্য কোন খানে, অন্য কোন সময়ে।
সাম্প্রতিক মন্তব্য