চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নৌকা বাইচ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ। ।
চাঁপাইনবাবগঞ্জে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। মহানন্দা নদীর বুকে পড়ন্ত বিকেলে এ নৌকা বাইচ দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শক। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে এই উৎসবে মাতোয়ারা মহানন্দার দু’তীরে নৌকা বাইচ দেখতে আসা হাজারো দর্শকরা। দারুন উত্তেজনাপূর্ণ এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৪টি দলের নৌকা অংশগ্রহন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পলশা কাইয়ুম মাঝির দল। দ্বিতীয় হয় মল্লিকপুরের মুজিবুর মাঝির দল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে, আয়োজকরা জানান, ‘গত ২০ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুর ফেরিঘাটে মহানন্দা নদীতে এই নৌকা বাইচের আয়োজন করে আসছে মল্লিকপুর ফেরিঘাট মাঝি সমিতি। তারা জানান, পুরোটা বছর জুড়ে এ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়া প্রেমীরা। শহরের যান্ত্রিক কোলাহল আর অপসংস্কৃতির আড়ালে দিন দিন হারাতে বসা বাঙালির প্রানের উৎসব আর ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর এমন নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজনেরও আশ্বাস আয়োজকদের।
মনিরুল ইসলাম চুটু মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ.লীগ বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন জজ,নাচোল উপজেলার ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসরাইল, নৌকা বাইচ সমিতির
সাধারণ সম্পাদক সাদির আহমেদ ভুলু প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য