বিসর্জনে শেষ হলো নাটোরে দুর্গোৎসব
নিজস্ব প্রতিবেদক। ।
নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে ও ধুমধামের সাথে মা দুর্গার বিসর্জন দেওয়া হলো। এর মাধ্যমে এবারের মতো সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। এবারে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার শেষ দিন শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল থেকে নাটোরের লালপুর, বড়াইগ্রাম, গুরুদাসপুর, বাগাতিপাড়া, সিংড়া, নলডাঙ্গা ও সদরের বিভিন্ন জায়গায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহরের বিভিন্ন মন্ডপের প্রতিমা জাঁকজমকপূর্ণভাবে নির্বিঘ্নে নির্দিষ্ট স্থাানে বিসর্জন করা হয়।
বিসর্জনের আগে বিবাহিত নারীরা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরান এবং মিষ্টি মুখ করান। পরে মন্দিরে আগত বিবাহিত নারীরা একে অপরের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। এরপর বিকেল ৩টার পর থেকে বিভিন্ন পূজা মন্ডপ থেকে গাড়িতে করে দেবী দুর্গার প্রতিমা নিয়ে বাদ্যবাজনা সহকারে বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যোগ দেন পুণ্যার্থী ভক্তরা। পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, জেলায় ৩৭১ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের তত্বাবধান ও আইন শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তার মাধ্যমে শেষ হলো প্রতিমা বিসর্জন।
সাম্প্রতিক মন্তব্য