মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আজিমনগর রেলস্টেশন বন্ধ ঘোষনা
ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর) প্রতিনিধি
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নাটোরের লালপুরের আজিমনগর রেলস্টেশন জনবল সংকটের অজুহাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। হঠাৎ করে স্টেশনের কার্যক্রম বন্ধ হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় সচেতন মহল চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত স্টেশন চালুর দাবি জানান।
রোববার (১৭ অক্টোবর ২০২১) সকাল ৭টার সময় স্টেশনে গিয়ে দেখা যায়, ঈশ্বরদী থেকে রহনপুরগামী আন্তনগর কমিউটার ট্রেনের জন্য অপেক্ষা করছেন শতাধিক যাত্রী। স্টেশন মাস্টারের রুমে তালা। দরজার পাশে সাদা কাগজে লেখা রয়েছে ‘আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য স্টেশন বন্ধ থাকবে।’ যাত্রীরা ট্রেনের টিকেটের জন্য এসে হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করতে করতে ফিরে যাচ্ছেন। বিনা টিকেটে হুড়োহুড়ি করে উঠছেন তারা। সাড়ে ৭টার সময় ঢালার চর এক্সপ্রেস ট্রেনেও দেখা যায় একই চিত্র।
ট্রেনের যাত্রী আজম আলী বলেন, পরিবার-পরিজন নিয়ে বিলমাড়িয়া থেকে এসে দেখি টিকেট দিচ্ছে না। বাধ্য হয়ে ট্রেনে উঠে টিকেট নিতে হবে। অযথা মানুষকে হয়রানি করার কোন মানে হয় না।
আজিমনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, এই স্টেশন দিয়ে আন্তনগর, মেইল, লোকাল ও মালবাহি ৬০টি ট্রেন প্রতিদিন যাতায়াত করে। স্টেশনে যাত্রা বিরতি করা কপোতাক্ষ, সাগরদাঁড়ি, লালমনি, কমিউটার ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ৫০০ টিকেট বরাদ্দ রয়েছে। প্রতিদিন গড়ে ২০ হাজার টাকার টিকেট বিক্রি হয়। এছাড়া ধুমকেতু, নীলসাগর, রূপসা, টুঙ্গিপাড়া, রংপুর, একতা, রকেট, বনলতা, মহানন্দা, ৫আপ, মধুমতি, সিল্কসিটি, দ্রুতযান, কুড়িগ্রাম, সিমান্ত, পঞ্চগড়, পদ্মা এক্সপ্রেস আন্তনগর, মেইল ও লোকাল প্রায় ২০টি ট্রেনে প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ যাত্রী যাতায়াত করে থাকেন। এখানে স্টেশন মাস্টার দুইটি, পয়েসম্যান তিনটি, পোটার দুইটি, বুকিং সহকারী ও গেটম্যান তিনটি পদ রয়েছে। বর্তমান শুধুমাত্র তিনজন কর্মচারী বহাল আছেন। বাঁকিদের অন্যত্র বদলি করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ১৮৭৪-১৮৭৯ সালে ব্রিটিশ সরকার নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে পদ্মার বামতীরবর্তী সাঁড়া (ঈশ্বরদী) থেকে চিলাহাটি হয়ে হিমালয়ের পাদদেশস্থ ভারতের শিলিগুড়ি পর্যন্ত ২৫০ কিলোমিটার দীর্ঘ রেললাইন স্থাপন করে। ১৮৭৮ সালে আব্দুলপুর এবং এর বছর খানেকের মধ্যে অর্থাৎ ১৮৭৯ সালে গোপালপুর রেলস্টেশন চালু হয়। ১৯৩২ সালে রাজশাহী রেল লাইন চালু হলে আব্দুলপুকে জংশন স্টেশন ঘোষনা করে দুই লেনের ব্রডগেজ লাইন স্থাপন করা হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৩০ মার্চ ময়নার সম্মুখ যুদ্ধের সময় এখানে ওয়াগন দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করা হয়। এই যুদ্ধে পর্যুদস্ত মেজর রাজা আসলামকে আটকের পর হত্যা করে ২৫নং রেজিমেন্ট ধ্বংস করা হয়। যার প্রতিশোধ নিতে ৫ মে নর্থ বেঙ্গল সুগার মিল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসকসহ ৪২জন কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক লোককে ব্রাশ ফায়ার করে হত্যা করে পাকবাহিনী। ১৯৭৩ সালের ১ ফেব্রুয়ারি মিলের প্রশাসক শহীদ লে. আনোয়ারুল আজিমের নামানুসারে গোপালপুর রেলস্টেশনের নামকরণ হয় ‘আজিমনগর স্টেশন’।
ঈশ্বরদী স্টেশনে যুক্ত হওয়া সর্বশেষ কর্মরত স্টেশন মাস্টার মুস্তাফিজুর রহমান নাঈম বলেন, জনবল সংকটের কারণে গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) সারা দেশের ৪টি স্টেশনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান না থাকায় আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চলাচলকারী ট্রেনগুলো সিগন্যাল সমস্যায় পড়তে পারে।
তিনি আরো বলেন, ইতোপূর্বে নাটোর জেলার ১২টি রেলওয়ে স্টেশনের মধ্যে বীরকুৎসা, নলডাঙ্গা, বাসুদেবপুর, লোকমানপুর, মালঞ্চি ও ইয়াছিনপুর এই ৬টির কার্যক্রম অনেক আগেই বন্ধ করা হয়েছে। এবার আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ করা হলো।
আখচাষি নেতা ইব্রাহীম খলিল বলেন, হঠাৎ স্টেশনের কার্যক্রম বন্ধ হওয়ায় মানুষ ভোগান্তিতে পড়েছে। জনবল সমন্বয় করে দ্রুত স্টেশন চালুর দাবি জানান তিনি।
পশ্চিমাঞ্চল (পাকশী) রেলওয়ের ডিভিশনাল ট্রান্সপটেশন অফিসার (ডিটিও) মো. আনোয়ার হোসেন বলেন, জনবল সংকটের কারণে আজিমনগর স্টেশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। মাস্টার ও পয়েন্টসম্যান না থাকায় স্টেশনটির লাইনগুলো সরাসরি আব্দুলপুর এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। নির্ধারিত যাত্রাবিরতি করা ট্রেনে দায়িত্বরত কর্মকর্তাদের তত্ত্বাবধানে স্টেশনে যাত্রী ওঠা-নামা করাতে পারবে। যাত্রিরা সংশ্লিষ্ট স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ আজকের পত্রিকাকে বলেন, জনবল সংকটের কারণে আজিমনগর স্টেশন বন্ধ ঘোষনা করা হয়েছে। পূণরায় স্টেশনের কার্যক্রম চালু করতে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নাটোর-১ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল বলেন, লোকবল না থাকায় স্টেশনটির কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। তবে জনগণের স্বার্থে অতি দ্রুত চালু করতে রেলমন্ত্রীর সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য