logo
news image

ছায়া প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি পরাগ

নিজস্ব প্রতিবেদক।।
ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবির পরাগ এবং তাঁর সহধর্মিণী প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রীনভ্যালী পার্কের ব্যবস্থাপনা পরিচালক নুরিয়া পারভীন।
রোববার (৬ আগস্ট ২০২৩) এ সময় উপস্থিত ছিলেন, মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন, মঞ্জিল পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, সহকারি শিক্ষক মো. সাইদুর রহমান, সমাজসেবক আব্দুল হান্নান,  লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. ইসমাইল হোসেন, মো. ওয়াহিদুজ্জামান সরকার, মো. আসলাম উদ্দিন,  মো. দুলাল উদ্দীন, মো. আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মো. সিমানুর রহমানসহ সহকারি শিক্ষকবৃন্দ।
তাঁরা বিদ্যালয়ের থেরাপি ইউনিট আব্দুল আজিজ থেরাপি এন্ড রিহ্যাবিলেটেশন ফাউনন্ডেশন, বিভিন্ন ক্লাস রুম, কম্পিউটার ল্যাব, অটিজম কর্ণার, গেস্ট রুম, অবকাঠামোগত অবস্থান পরিদর্শন করে প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top