logo
news image

লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে করোনা ভাইরাস সংক্রমন রোধে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পক্ষ থেকে সরকারীভাবে বরাদ্দকৃত অর্থে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (৬ এপ্রিল) উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী  বিতরণকালে বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমরেজা, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান সরকার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, ওয়াহিদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন ভান্ডারী, আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, আব্দুল মান্নান, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, স্থানীয় সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান বলেন, খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি হতদরিদ্র প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২০জন শিক্ষার্থীর পরিবারের জন্য চাউল, ডাউল, আটা, চিড়া, আলু, সয়ায়াবিন তেল ও সাবান বিতরণ করা হয়। ত্রান পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারের লোকজন।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, দারিদ্র বিমোচনের লক্ষ্যে দীর্ঘ দিন যাবৎ আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। কিন্তু প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে বিদ্যালয়টি গত ১৭ মার্চের পর থেকেই বন্ধ রয়েছে। ওই বিদ্যালয়ে ২৯১জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। যার বেশিরভাগ দরিদ্র পরিবারের সন্তান। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপী দীর্ঘ সময় ছুটি ঘোষণা করায় ওইসব প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারের উপার্জনক্ষম ব্যাক্তিরা কর্মহীন হয়ে পড়ে। তাই লালপুর উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় তারা এই ত্রাণ সামগ্রী পেয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top